হাজি ওয়াদুদ সরকারের দাফন সম্পন্ন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া শরীফ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি ওয়াদুদ সরকারের জানাজা আজ দুপুরে সম্পন্ন হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
হাজি ওয়াদুদ সরকারের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়।
মহালক্ষ্মীপাড়া শরীফ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি জাহাঙ্গীর খান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিক, ব্যারিস্টার সোহরাব হোসেন খান চৌধুরী, কর্নেল (অব.) শাহ আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসীন কবির সরকারসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এ ছাড়া জানাজায় বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি অংশ নেন। জানাজা পরিচালনা করেন শর্শীনা মাদ্রাসার মোহাদ্দিছ মাওলানা বোরহান উদ্দিন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল বুধবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে হাজি ওয়াদুদ সরকার মারা যান। তিনি ছয় ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি এনটিভির কুমিল্লার চান্দিনা প্রতিনিধি কাজী রাশেদের শ্বশুর।