রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত
রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হত্যা-ডাকাতিসহ একাধিক মামলার আসামি বলে দাবি পুলিশের।
গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার মিজানপুর ইউনিয়নের বেনিনগর কালীতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম আব্বাস সরদার। তাঁর বাড়ি পাবনার সুজানগর থানার কামারহাট গ্রামে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মধ্যরাতে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সদস্যরা কালীতলা এলাকায় অভিযান চালান। এ সময় আব্বাসের নেতৃত্বে একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আব্বাস।
ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি ওয়ান শুটার গান ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। নিহত আব্বাসের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা আছে।