তুলসী-বিজয়-রাজন হত্যার বিচার দাবি
পাবনায় তুলসী হাড়ি, কুষ্টিয়ার বিজয় মুকুল আর সিলেটের রাজন হত্যার প্রতিবাদ ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ সিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এর পর শহরের গাঙ্গিনারপাড় মোড় শাপলা চত্বরে এক মানববন্ধন ও সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে বক্তারা পাবনায় তুলসী হাড়ি, কুষ্টিয়ার বিজয় মুকুল ও সিলেটে রাজন হত্যার তীব্র প্রতিবাদ ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ছাড়া বঞ্চিত-নিরীহ হরিজন সম্প্রদায়ের শিক্ষিত যোগ্য সন্তানদের অফিসার পদে এবং শতকরা ৫ ভাগ কোটায় চাকরি প্রদান করার সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয় মানববন্ধন থেকে। সে সঙ্গে বর্ণবৈষম্য দূর করে সাংবিধানিক অধিকার বাস্তবায়নেরও দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি বাদল বাঁশফোর, নির্বাহী পরিচালক রম্ভুনাথ বাঁশফোর, উপদেষ্টা রামপ্রবেশ বাঁশফোর, বংশীলাল বাঁশফোর, ময়মনসিংহ জেলা হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিজয় হেলা বাঁশফোর, সাংগঠনিক সম্পাদক সুদর্শন বাঁশফোর (তিতির), অনিন্দ্যদাশ রবি হরিজন সংগঠক, চন্দন কুমার বাঁশফোর (টাঙ্গাইল), মিন্টু লাল বাঁশফোর (ঈশ্বরগঞ্জ), প্রদীপ বাঁশফোর (জামালপুর), হরিজন ছাত্রনেতা প্রণব কুমার বাঁশফোর ও রুবেল বাঁশফোর।