নীলগিরি-চিম্বুক সড়কে যান চলাচল শুরু
পাহাড়ধসে বিধস্ত বান্দরবানের রুমা-থানচি এবং পর্যটনকেন্দ্র নীলগিরি সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। ১২ দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল ১০টা থেকে অভ্যন্তরীণ সড়কগুলোতে হালকা যানবাহন চলাচল করছে।
সেনাবাহিনীর প্রকৌশল শাখা ১৯ ইসিবি উপ-অধিনায়ক মেজর সাদেক মাহমুদ জানান, সাম্প্রতিক সময়ে বৃষ্টি ও পাহাড়ি ঢলে রুমা-থানচি এবং পর্যটনকেন্দ্র নীলগিরি-চিম্বুক সড়কের ৯ মাইল নামক স্থানে প্রায় ৩০০ মিটার সড়ক পাহাড় ভেঙে সম্পূর্ণ ধসে যায়। যোগাযোগবিচ্ছিন্ন সড়কের মাটি কেটে সরিয়ে সমান করে হালকা যানবাহন চলাচলের উপযুক্ত করা হয়েছে। কিন্তু ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তবে সড়কটি সম্পূর্ণভাবে প্রস্তুত করতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানান মেজর সাদেক মাহমুদ।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, বৃষ্টি বন্ধ হওয়ার পর ধসে যাওয়া সড়কের সংস্কারকাজ শুরু করে সেনাবাহিনীর প্রকৌশল শাখা।
থানচি উপজেলার চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা এনটিভি অনলাইনকে জানান, বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কারের কাজ চলছে।
যোগাযোগবিচ্ছিন্ন থাকায় ১২ দিন পর্যন্ত পর্যটকরা নীলগিরি, চিম্বুক, জীবননগর এবং থানচির রেমাক্রী-নাফাখুমসহ দর্শনীয় স্থানগুলো ভ্রমণে যেতে পারেননি।