শার্শায় ভোটার তালিকা হালনাগাদবিষয়ক কর্মশালা
যশোরের শার্শা উপজেলায় ভোটার তালিকা হালনাগাদবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালা অুনষ্ঠিত হয়।
শার্শার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় নির্বাচন কমিশনার মজিবর রহমান ও যশোর জেলা নির্বাচন কমিশনার তারেক মাহমুদ।
নির্বাচন কমিশন সচিবালয় ও উপজেলা প্রশাসনের যৌথ আয়াজনে এ প্রশিক্ষণ কর্মশালায় সুপারভাইজার ছাড়াও উপজেলায় কর্মরত সব সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।