মুক্তাগাছায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ গতকাল রোববার রাতে মুক্তাগাছা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মুক্তাগাছার ঘোগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান লেবু, থানা শিবিরের সভাপতি তোফাজ্জল হোসেন, জামায়াতে ইসলামীর কর্মী ডা. আবদুর রাজ্জাক, ছাত্রদলকর্মী ওবায়দুর রহমান টুটুল, রাকিবুল ইসলাম, চান মিয়া ও চান মিয়া চানু।
গোয়েন্দা পুলিশ জানায়, রোববার রাতে মুক্তাগাছার চেচুয়া, শৈলচাপড়া ও কান্দিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। শিবির নেতা তোফাজ্জল হোসেনকে তাঁর বাড়ি দিঘলগাঁও এবং জামায়াত কর্মী ডা. আবদুর রাজ্জাককে তাঁর বাড়ি হায়দারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোজাম্মেল হক আকন্দ।
বিএনপি ও ছাত্রদলকর্মীদের গ্রেপ্তারের খবর আজ দুপুরে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন পুলিশ সুপার মইনুল হক। তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ৩ ফেব্রুয়ারি রাতে মুক্তাগাছায় পেট্রলবোমা নিক্ষেপ করে একটি বাস পুড়িয়ে দেন এবং ফায়ার সার্ভিসের একটি বাসের ক্ষতিসাধন করেন। এ ছাড়া ৯ ফেব্রুয়ারি রাতে মুক্তাগাছার রামচন্দ্রপুর স্থানে কাভার্ডভ্যানে পেট্রল ঢেলে আগুন দিয়ে তিন হাজার মুরগির বাচ্চাসহ কাভার্ডভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে।