গোপালগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ৯
গোপালগঞ্জে পাড়ার নামকরণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার পর্যন্ত সদর উপজেলার ইছাখালি গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা আটটি বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় নয়জনকে আটক করছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ওই গ্রামের একটি পাড়ার নামকরণ ও আধিপত্য বিস্তার নিয়ে আকবর সিকাদারে সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে জাহাঙ্গীর মোল্লার সমর্থকরা আকবর সিকদারকে মারধর করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এ সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারাত্মক আহত ২৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।