‘ভারত সুখে-দুঃখে বাংলাদেশের পাশে থাকবে’
ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘ভারত সবসময় বাংলাদেশের সুখে-দুঃখে পাশে থাকবে।’
আজ রোববার পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভায় ১১টি পানি শোধনাগার স্থাপনের কাজ উদ্বোধন করেছেন হর্ষ বর্ধন শ্রিংলা। এ উপলক্ষে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এসব শোধনাগার ভারত সরকারের সহযোগিতায় তৈরি হচ্ছে। এর জন্য ভারত ১১ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে।
এ সময় পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।
হর্ষ বর্ধন বলেন, ‘এই প্রকল্পের আওতায় আনুমানিক ৬০০ ফুট গভীরতাসম্পন্ন ১১টি গভীর নলকূপ স্থাপন করা হবে। প্রতিটি নলকূপ স্থাপিত এলাকায় একটি করে নির্দিষ্ট পানি শোধনাগারও স্থাপন করা হবে। পরিশোধিত পানি ১১টি এলাকার প্রতিটিতে ৪০ হাজার লিটার করে বৃহৎ ট্যাংকে সংরক্ষণের জন্য তোলা হবে।’ তিনি আরো বলেন, ‘প্রকল্পের কাজ আগামী ৯ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।’
ভারতের হাইকমিশনার আরো বলেন, ‘যদিও ভারত সরকার পানি শোধনাগারগুলো স্থাপনে সহযোগিতা করছে তবে তার সম্পূর্ণ কৃতিত্ব মাননীয় পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর, যাঁর উদ্যোগে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে এবং বাস্তবায়িত হচ্ছে। মাননীয় মন্ত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক দৃঢ় সমর্থক। তিনি ভারতের একজন ভালো বন্ধুও বটে। আমি এই সুযোগে মাননীয় মন্ত্রীকে তাঁর প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’
জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি নবনিতা চৌধুরী, পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির এবং ভাণ্ডারিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আক্তার সুমী।