মুক্তিযুদ্ধের সময় গণহত্যা : ২০০ জনকে আসামি করে মামলা
মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, লুটপাটের অভিযোগ এনে টাঙ্গাইলে রাজাকার বাহিনীর এক নেতাসহ ২০০ জনকে আসামিকে করে আদালতে মামলা হয়েছে।
আজ সোমবার টাঙ্গাইল শহরের ভালুককান্দি এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. শাজাহান চৌধুরী বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে এ মামলা করেন। মামলায় একই এলাকার রাজাকার নেতা তোফাজ্জল হোসেনসহ অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করা হয়।
মামলার বিবরণে শাজাহান চৌধুরী অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ শুরুর পর তোফাজ্জল হোসেন রাজাকারে যোগদান করেন এবং রাজাকার বাহিনীর আঞ্চলিক অধিনায়কের দায়িত্ব পান। তাঁর নেতৃত্বে ১৯৭১ সালের ২৮ জুলাই দেলদুয়ার উপজেলার পাথরাইলে রাজাকার বাহিনী ১৪ জন হিন্দু ব্যবসায়ীকে হত্যা করেন এবং তাঁদের বাড়িঘর লুটপাট করা হয়। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা মমতাজ আলী মাতব্বরের বাড়িঘর পুড়িয়ে দেন। অনেক মানুষকে ধরে নিয়ে নির্যাতন করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী এস আকবর খান জানান, আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ আল মাসুম মামলাটি নেন। তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।