ময়মনসিংহ প্রেসক্লাব থেকে ককটেলসদৃশ ৬ বস্তু উদ্ধার
ময়মনসিংহ প্রেসক্লাবের ক্যান্টিন থেকে আজ রাত ৮টার দিকে লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ ছয়টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর পুলিশ সেগুলো থানায় নিয়ে যায়।
রাত সাড়ে ৯টায় থানায় বালতিভর্তি পানিতে রাখা অবস্থায় বস্তুগুলো সাংবাদিকদের দেখানো হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন তালুকদার এনটিভি অনলাইনকে জানান, আতঙ্ক সৃষ্টির জন্য ককটেলসদৃশ বস্তুগুলো ক্যান্টিনে রাখা হয়েছিল।
ক্যান্টিন মালিক বাচ্চু জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় ৩ নম্বর টেবিলের কাস্টমার খাবার খেয়ে একটি জুতার বাক্স টেবিলে ফেলে যায়। বাক্সটি কাউন্টারে রাখার পর সন্দেহ হলে খুলে দেখা যায় লাল টেপে মোড়ানো ককটেলের মতো ছয়টি বস্তু। তখনই পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সেগুলো থানায় নিয়ে যায়।