জঙ্গিবাদীরা হটে গেছে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদীরা পরাজিত হয়ে পিছু হটে গেছে। তারা নিরীহ জনগণের ওপর শেষ আক্রমণ করছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল, শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘গতকালকে (শুক্রবার) নিলয় নীল নামের একজন ব্লগারকে তাঁর ঘরে অত্যন্ত অমানবিকভাবে হত্যা করা হয়েছে। আমি এসব কিছু দেখার পর মনে হয়েছে, একই ধরনের ঘটনা ঘটেছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়। যখন পাকিস্তানিরা আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে পেরে উঠছিল না, তখন কিন্তু সাধারণ জনগণের ওপর আক্রমণ করেছিল। নারীদের গায়ে হাত দিয়েছিল। ঠিক তেমনি আজকে বেগম খালেদা জিয়া আগুন-সন্ত্রাসে পরাজিত।’
হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গিবাদীরা মার খেয়ে পিছু হটে গেছে। জামায়াতিরা বিধ্বস্ত। এ রকম একটি অবস্থায় শেষ একটা আক্রমণ পরিচালনা করছে নিরীহ জনগণের ওপর। ব্লগার হত্যার মাধ্যমে তারা কার্যত ভিন্নমত বা মতপ্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করতে চাচ্ছে। সে জন্য আমি বলব, সরকারের শক্ত অবস্থানকে সহযোগিতা করার জন্য ১৬ কোটি মানুষ ব্লগার হত্যাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেবেন।’
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অন্যসব বিষয়ের চেয়ে শিশুদের শিক্ষার বিষয়ে বেশি নজর দেন। বিনা পয়সায় প্রত্যেক স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করা হচ্ছে এবং ঝরে পড়ার হার কমাতে অসচ্ছল শিক্ষার্থীদের দুপুরের খাবার ব্যবস্থা করা হচ্ছে।
প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ বেলাল হোসেন। আরো ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।