মুন্সীগঞ্জে ৩০০ কেজি জাটকা জব্দ, দুইজনকে জরিমানা
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরে আজ সোমবার একটি পন্যবাহী ট্রাকে থেকে ৩’শ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
শ্রীনগরের হাষাড়া এলাকায় সোমবার সকাল ১০টার দিকে জাটকাবাহী ট্রাকটি আটক করে পুলিশ। হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন এনটিভিকে বলেন, ‘মাছ বিক্রেতা নুরুল ইসলাম মল্লিক (৬০) ও ট্রাকচালক হাফিজুল ইসলামকে (৩৫) ট্রাকে জাটকা মজুদ করে পিরোজপুর থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল। শ্রীনগরের হাষাড়া এলাকায় ট্রাকটি পৌঁছালে সেখানে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ।’
জাটকাসহ দুজনকে আটকের পর বেলা সাড়ে ১২ টার দিকে হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমান আদালত বসানো হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগরের সহকারী কমিশনার (ভূমি) সমরেন্দ্র নাথ বিশ্বাস আটক দুজনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।