সড়ক দুর্ঘটনা রোধে কুষ্টিয়ায় শোভাযাত্রা ও কর্মশালা
সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতায় কুষ্টিয়ায় শোভাযাত্রা হয়েছে। একই সঙ্গে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয় এক প্রশিক্ষণ কর্মশালা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা ১১টায় এলজিইডি ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের উদ্যোগে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি থেকে শোভাযাত্রা শুরু হয়ে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামের সামনে শেষ হয়। শোভাযাত্রায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন উপস্থিত ছিলেন।
পৌরসভার মজিবর রহমান অডিটোরিয়ামে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবদুর রউফ। প্রধান বক্তার বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আরো বক্তৃতা করেন এলজিইডি যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিবুল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক প্রমুখ।