সংসদ সদস্যের ছবি বিকৃতি, যুবক আটক
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য রেবেকা মোমিনকে কটূক্তি ও তাঁর ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে নেত্রকোনার খালিয়াজুরির নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক যুবকের নাম রুকনুজ্জামান শাহীন (৩২)। তিনি খালিয়াজুরি উপজেলার লেইপসা রানিচাপুর গ্রামের বাসিন্দা।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গত বুধবার রাতে শাহীনের ছোট ভাই রুহুল আমিন রুবেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংসদ সদস্য রেবেকা মোমিনকে উদ্দেশ্য করে কটূক্তি ও তাঁর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় দায়ীদের ধরতে গত রাতে লেইপসা রানিচাপুর গ্রামে অভিযান চালানো হয়। পালিয়ে যাওয়ার সময় শাহীনকে আটক করা হয়। ঘটনার জন্য দায়ী তাঁর সহযোগী রুবেল পলাতক।
ওসি আরো জানান, শাহীন ও রুবেলের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে খালিয়াজুরি থানায় একটি মামলা করা হয়েছে। এই মামলায় শাহিনকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে তাঁকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।