বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে পাঁচ ভারতীয় আটক
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে একই পরিবারের পাঁচ ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার বেলা ১২টার দিকে হিলির সিপি রোড থেকে সিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলো ভারতের দক্ষিণ দিনাজপুরের তপন থানার কাওয়ালি গ্রামের সিবেন রায় (৪০), লিচু রায় (৩৫), তার স্ত্রী কাজলী রায় (২৫), মেয়ে লিপি রায় (৫) ও পপি রায় (২)।
হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফজলুর রহমান জানান, আটক পাঁচজন সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এরপর হিলি থেকে নওগাঁ যাওয়ার জন্য সিপি রোডের টেম্পোস্ট্যান্ডের কাছে অপেক্ষা করছিল তারা। নিজস্ব গোয়েন্দা সূত্রে এই খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
ফজলুর রহমান আরো জানান, তাদের আটকের বিষয়টি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জানানো হয়েছে। বিএসএফ এদের ভারতের নাগরিক বলে চিহ্ণিত করলে তাদের সেখানে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
বর্তমানে আটক ব্যক্তিরা বিজিবির হেফাজতে আছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।