আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই : মেনন
আগাম জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মেহেরপুরের গাংনীতে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
রাশেদ খান মেনন আরো বলেন, সংবিধানে যেভাবে আছে সেভাবেই নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যে সরকার আছে সেই সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।
মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচন ঠেকানোর কোনো শক্তি বা সামর্থ্য নেই।
পরে মেহেরপুর গাংনীর ভাটপাড়া জেলা প্রশাসক ইকোপার্কের শুভ উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টির নেতা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড নূর আহম্মেদ বকুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আবদুল মাবুদ।