ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডিজিটাল জালিয়াতি, ১৩ জন আটক
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির চেষ্টার অভিযোগে ইলেকট্রনিকস ডিভাইসসহ ১৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে নয়জন পরীক্ষার্থী এবং এই চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।
আটক ১৩ জনের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে চক্রের চারজন হচ্ছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার মহিষবের গ্রামের আব্দুল্লাহ আল মামুন ওরফে কামরুল (২৫), কক্সবাজারের চকরিয়া উপজেলার কাহারিয়াঘোনা গ্রামের ইসতিয়াক আহম্মেদ (২৭), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সোনাইকাজি গ্রামের মোস্তাফিজুর রহমান (২২) ও মধ্যকাশিপুর গ্রামের মজনু রহমান (২৬)।
আটক পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাজারঘাটি গ্রামের জুবায়ের আলম (১৯) ও মশিপুর গ্রামের আবু জোবায়ের মামুন (২০), টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের আমিনুল ইসলাম (২০), কালিহাতী উপজেলার মালতি গ্রামের নাইবুর রহমান (২০), কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের রাফাত বিন রাশেদ (১৯) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের প্রদীপ পাল (২০)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র থেকে নয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরো চারজনকে আটক করা হয়।
ওসি জানান, আটককৃতদের কাছ থেকে নয়টি ইলেকট্রনিকস ডিভাইস, নয়টি ডিভাইসের ব্যাটারি, সাতটি ইয়ারফোন, ডিভাইস ক্যাবল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রের অন্যতম হোতা আব্দুল্লাহ আল মামুন পুলিশকে জানিয়েছেন, তিন থেকে চার লাখ টাকা চুক্তিতে তাঁরা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদের বাইরে থেকে উত্তর বলে দিতেন।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। ছবি : এনটিভি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম ও বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ২৪টি কেন্দ্রে আজ একযোগে এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৮১৫টি আসনের জন্য মোট ৭১ হাজার ২৭৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। এবার প্রতি আসনে ৮৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমাদের আজকের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে শুরু হয়েছে। আমরা যেটি নিয়ে উৎকণ্ঠিত থাকি, সেটি সবচেয়ে ভালো খবর হলো ভর্তি পরীক্ষা শুরুর আগে গেটেই চেক করার সময় আমরা ডিভাইসসহ আমাদের এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রে, টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে, মাহমুদুল হাসান কলেজ কেন্দ্রসহ আরো দু-একটি কেন্দ্র থেকে আটক করে ডিবির কাছে যথাসময়ে হস্তান্তর করেছি। তারা এটা ইনভেস্টিগেট করছে এবং তারা এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধরার চেষ্টা করছে।’