কুষ্টিয়ায় মাঠ থেকে নারীর লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের মাঝিহাট গ্রামের একটি মাঠ থেকে রুনা খাতুন (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
রুনা খাতুন উপজেলার মাঝিহাট মাঠপাড়া গ্রামের আবদুল খালেকের স্ত্রী। গতকাল শনিবার রাত ১২টার দিকে কে বা কারা মোবাইল ফোনের মাধ্যমে তাঁকে বাইরে ডেকে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনের দেওয়া খবরে সকালে রুনার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইসাইকেলের টিউব দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, সব দিক মাথায় রেখে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগির হত্যাকারীদের গ্রেপ্তার করবে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ক্যাপশন : কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাঝিহাট গ্রামের একটি মাঠ থেকে আজ সকালে রুনা খাতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি