কুষ্টিয়ায় ভুয়া দন্ত চিকিৎসকের কারাদণ্ড
কুষ্টিয়া শহরের জেলখানা রোডে মোকলেছুর রহমান নামের এক ভুয়া দন্ত চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বেলা ১১টার দিকে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
মোকলেছুর রহমান মোল্লাতেঘরিয়া গ্রামের বাসিন্দা। দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে কুষ্টিয়া শহরে ‘হক ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জারি সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান চালাতেন তিনি।
কুষ্টিয়া র্যাব-১২-এর অধিনায়ক মোকাদ্দেস ইবনে মুজিব জানান, দাঁতের চিকিৎসা দিয়ে মানুষকে ঠকাচ্ছে এক ভুয়া চিকিৎসক—এমন খবর পেয়ে র্যাবের একটি দল কুষ্টিয়া শহরের জেলখানা রোডে অভিযান চালায়। সেখানে হক ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জারি সেন্টারে গিয়ে মোকলেছুর রহমানের কাছে সনদ চায় র্যাবের দলটি। কিন্তু তিনি তা দেখাতে ব্যর্থ হওয়ায় সেখানেই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়।
মোকাদ্দেস ইবনে মুজিব আরো বলেন, আদালতে মোকলেছুর রহমান দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।