কিছু চিকিৎসকের অবহেলায় সব অর্জন নষ্ট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মায়ের পেটে আঘাত পাওয়া শিশুকে সুস্থ করেছেন এ দেশের চিকিৎসকরা। তাঁরা অনেক ভালো কাজ করছেন। তারপরও কিছু কিছু চিকিৎসকের অবহেলা সব অর্জনকে নষ্ট করে দিচ্ছে।
আজ রোববার দুপুরে নাটোর সদর হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসক ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। এ জন্য তিনি চিকিৎসকদের আরো সজাগ হওয়ার আহ্বান জানান তিনি।
জাহিদ মালিক আরো বলেন, প্রতিটি শিশু, নারী ও বৃদ্ধ যেন চিকিৎসা পান তা নিশ্চিত করতে হবে।
সিভিল সার্জন ডা. ফেরদৌস নিলুফারের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মশিউর রহমানসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নাটোর সদর হাসপাতালকে আরো সুন্দর ও পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।