নীলফামারীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নীলফামারীর জলঢাকায় চার বছর বয়সী এক শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগে আশরাফুল আলম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
জলঢাকা থানার উপপরির্দশক (এসআই) গোলাম মোস্তফা জানান, গত শুক্রবার রাতে আশরাফুল তার প্রতিবেশী চার বছরের মেয়েকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে নিজ বাড়িতে থাকা জমির সেচপাম্পের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর চিৎকার দিলে আশরাফুল পালিয়ে যায়। প্রতিবেশীরা শিশুকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতেই ওই শিশুর বাবা বাদী হয়ে আশরাফুল আলমকে আসামি করে থানায় একটি মামলা করেন। শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আশরাফুল আলমকে গ্রেপ্তার করে। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।