শিবচরে কমিউনিটি ক্লিনিক ও বৃদ্ধাশ্রম উদ্বোধন
বর্তমান সরকার তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। দেশের ইউনিয়নের একেবারে গ্রামপর্যায়ে মা ও শিশুর স্বাস্থসেবা এবং সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গড়ে তোলা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। গর্ভবতী মায়েদের স্বাস্থ্য এবং শিশুদের পাশাপাশি সব বয়সের মানুষ এখন এই কমিউনিটি ক্লিনিকের সেবা পাচ্ছে।
গতকাল শনিবার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক ও বৃদ্ধাশ্রম উদ্বোধন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম এ কথা বলেন। পরে তিনি শিরুয়াইল ইউনিয়নে একটি ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করার আশা ব্যক্ত করেন।
গোলাম রাশেদ চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনা, নেওয়াজ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সামসুন নাহার চৌধুরী রোজীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দীন বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আব্দুল হান্নান, মাদারীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুল লতিফ মোল্যা, জেলার সিভিল সার্জন ডা. দিলিপ কুমার দাস, শরীয়তপুর জেলার সিভিল সার্জন ডা. মশিউর রহমান প্রমুখ।