গাইবান্ধায় র্যাবের গুলিতে ‘পেট্রলবোমা নিক্ষেপকারী’ নিহত
গাইবান্ধার পলাশবাড়ীতে র্যাবের গুলিতে একজন নিহত হয়েছেন। তাঁর নাম মোস্তফা মঞ্জিল (৩৬)। র্যাবের গাইবান্ধা ক্যাম্প জানিয়েছে, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে র্যাবের টহলগাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ার সময় তাদের গুলিতে মোস্তফার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, র্যাবের একটি টহল দল বুড়িরঘর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে র্যাব গুলি চালালে ঘটনাস্থলেই মোস্তফা নিহত হন। মোবাইল ফোনের খুদেবার্তায় র্যাবের গাইবান্ধা ক্যাম্প বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনাস্থল থেকে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল, সাতটি পেট্রলবোমা, একটি পিস্তল, একটি দেশি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি মুজিবুর।