গোসল নিয়ে লাঠির আঘাতে নারীর মৃত্যু
কুমিল্লার চান্দিনা উপজেলায় গোসল করা নিয়ে ঝগড়ার একপর্যায়ে লাঠির আঘাতে রাশেদা আক্তার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের বীরখাল গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদার স্বামী দুবাইপ্রবাসী আবুল কাশেম। তাঁদের তিনটি সন্তান রয়েছে।
প্রতিবেশী হাজি রফিক আহমেদ এনটিভি অনলাইনকে জানান, পুকুরঘাটে গোসল করাকে কেন্দ্র করে সকালে রাশেদার সঙ্গে তাঁর ভাশুর ছোলেমান হোসেন ও ছোলেমানের স্ত্রী কুলসুম আক্তারের ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে অচেতন হয়ে পড়েন রাশেদা।
উদ্ধার করে রাশেদাকে প্রথম চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটায় দিকে কুমিল্লা শহর এলাকায় তিনি মারা যান।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী এনটিভি অনলাইনকে বলেন, ‘মৃত্যুর বিষয়টি শুনেছি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কুলসুম আক্তারকে আটক করা হয়েছে।’