সুলতানের জন্মদিনে শিশু স্বর্গে নানা অনুষ্ঠান
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী আজ সোমবার। জন্মদিন উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ জানিয়েছেন।
এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ জানান, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মদিন উপলক্ষে শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে আগামী ২৯ আগস্ট চিত্রা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শিশু স্বর্গে এসব কর্মসূচি পালিত হবে।