মিয়ানমার থেকে ফিরলেন আরো ১৫৯ জন
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া আরো ১৫৯ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের দেশে আনা হয় বলে জানিয়েছেন বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।
urgentPhoto
রবিউল ইসলাম জানান, তাঁর নেতৃত্বে ১৮ সদস্যের একটি টিম সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে। সেখানে ঢেকিবনিয়া বিজিপি ক্যাম্পে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের সঙ্গে পতাকা বৈঠক হয়।
পতাকা বৈঠকের পর বিজিবির হাতে এসব অভিবাসীকে হস্তান্তর করে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগ। বৈঠকে সে দেশের পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক স নেই।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানিয়েছেন, ১৫৯ জনের মধ্যে দেশের ১০ জেলার বাসিন্দা রয়েছেন। এর মধ্যে নরসিংদীর ৮০ জন, নারায়ণগঞ্জের ১২, কিশোরগঞ্জের ১৩, চট্টগ্রামের ১৮, ফরিদপুরের ১২, হবিগঞ্জের ১৭, নওগাঁর দুই, নাটোরের একজন, শরীয়তপুরের তিনজন ও বরিশালের একজন বাসিন্দা রয়েছেন। তিনি আরো জানান, ১৫৯ বাংলাদেশির মধ্যে ১৬ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
উল্লেখ্য, গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন এবং ২৯ মে আরো ৭২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী। এদের মধ্যে ৮ জুন, ১৯ জুন ও ২২ জুলাই তিন দফায় দেশে ফেরত আনা হয় ৩৪২ জনকে।