গৌরীপুরে বিএনপির কর্মী সন্দেহে দুজন আটক
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির কর্মী সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাঁদের আটক করা হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এনটিভি অনলাইনকে বলেন, রাতে রাশিদ ও মিল্টন নামের দুজনকে আটক করা হয়। তাঁরা বিএনপির কর্মী বলে দাবি করেন তিনি।
২০-দলীয় জোটের ডাকা হরতালে আজ মঙ্গলবার ময়মনসিংহ শহরে সীমিত আকারে ইজিবাইক ও রিকশা চলাচল করেছে। তবে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন রাস্তায় নামেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু দোকানপাট খুলেছে। হরতাল চলাকালে শহরের মাসকান্দায় কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কিছু বাস কম যাত্রী নিয়ে ছেড়ে গেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।