গাংনীতে বিএনপির কার্যালয়ে হামলা
মেহেরপুরের গাংনীতে বিএনপির কার্যালয়ে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গাংনী উপজেলা বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ব্যাপারে জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, বিজয় দিবসে বিএনপির কর্মসূচি বানচাল করতেই যুবলীগ ও ছাত্রলীগকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিএনপির কার্যালয়ে কে বা কারা ভাঙচুর অগ্নিসংযোগ করেছে, তিনি জানেন না। তবে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে হামলা মামলার পথ বেছে নিয়েছে। হামলা মামলার অংশ হিসেবে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, বিজয় দিবস উদযাপন উপলক্ষে ছাত্রলীগের একটি মিছিল বের হয়েছিল। এ সময় কে বা কারা বিএনপির অফিস থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে তারা ক্ষুব্ধ হয়ে অফিসে হামলা করে। সঙ্গে সঙ্গেই দলের জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।