বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া, মাদ্রাসা অধ্যক্ষ আটক
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর খুনিদের বেহেশত চেয়ে দোয়া করায় এক মাদ্রাসার অধ্যক্ষকে আটক করা হয়েছে। আটক মো. ফায়জুল ইসলাম গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ।
গতকাল শনিবার বিজয় দিবস উপলক্ষে গোপালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও থানার কর্মকর্তাদের সামনেই এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মুক্তিযোদ্ধাদের তোপের মুখে তাঁকে আটক করে পুলিশ।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, সকালে স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনার জন্য ফায়জুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।
মোনাজাত পরিচালনার সময় ফায়জুল ইসলাম বলেন, ‘হে আল্লাহ, তুমি পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকারী যাদের ফাঁসি হয়েছে, তাদের বেহেশত নসিব করো। হে আল্লাহ, তুমি বিচারের পর তাদের বেহেশত নসিব করো।’ এটা তিনি পরপর দুবার বলেন।
প্রথমে বিষয়টি শোনার পর সবাই বিচলিত হয়ে পড়েন। পরে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। সেই পরিপ্রেক্ষিতেই মাদ্রাসার অধ্যক্ষকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।