বাগেরহাটে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামে বাবাকে হত্যার দায়ে তাঁর ছেলেকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে বাগেরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি মো. বাদশা গাজী (৪৫) পলাতক আছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি মোড়েলগঞ্জের ভাইজোড়া গ্রামের কৃষক মোতাহার আলী গাজী তার ছেলে মো. বাদশা গাজীকে ওষুধ আনতে বলেন। ওষুধ না আনায় ওই দিন দুপুরে মোতাহার ছেলেকে বকাঝকা করেন। এতে বাদশা গাজী ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবার মাথায় আঘাত করেন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মোতাহার গাজী মারা যান। এ ঘটনায় নিহতের ছোট ছেলে আবদুল হক বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় মোড়েলগঞ্জ থানায় বড় ভাইকে আসামি করে হত্যা মামলা করেন।
এরপর ওই বছরের ২৯ জুন মোড়েলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গৌতম দাস আসামি মো. বাদশা গাজীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে এ হত্যা মামলা চলাকালে নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী (পিপি) শেখ মোহাম্মদ আলী।