‘ক্যারি অন’ পুনর্বহালের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্ষোভ
এমবিবিএস প্রবেশনাল পরীক্ষায় ‘ক্যারি অন’ পদ্ধতি পুনর্বহালের দাবিতে আজ সোমবার ক্লাস বর্জন করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাঁরা কলেজের ফটকে তালা দিয়ে প্রশাসনিক ভবনের সামনের সড়ক অবরোধ করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ক্যারি অন পদ্ধতি পুনর্বহালের দাবিতে আজ সকাল ৮টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যান্টিনের সামনে থেকে একটি মিছিল নিয়ে কলেজের ভেতরেই প্রদক্ষিণ করেন। পরে প্রশাসনিক ভবনের সামনে কলেজের অভ্যন্তরীণ সড়ক অবরোধ করে রাখেন। এর আগে প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। দুপুর ২টা পর্যন্ত কর্মসূচি চলে বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, ২০১৩-১৪ বর্ষের শিক্ষার্থীদের জন্য ক্যারি অন বহাল রাখার সিদ্ধান্ত হলেও ২০১৪-১৫ বর্ষের জন্য তা রাখা হয়নি। তাই তাঁরা আন্দোলন অব্যাহত রেখেছেন।