গৌরীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আ. লীগের মানববন্ধন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ধরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাজাহারুল আনোয়ার ফেরদৌসকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধূভূষণ দাস, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আবদুল মুন্নাফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, নিজের অপকর্ম আড়াল করার জন্য দুর্নীতিবাজ, সুদখোর ও লম্পট প্রধান শিক্ষক ফেরদৌস সম্প্রতি উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলা দায়েরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে গৌরীপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধূভূষণ দাস আজ সোমবার দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, ‘ফেরদৌস মাস্টার জামায়াত-বিএনপিপন্থী লোক। তিনি একজন দুর্নীতিবাজ, সুদখোর। নামে বে-নামে অনেক সম্পদের মালিক। একজন স্কুল শিক্ষকের এত সম্পদ কীভাবে হলো সেটি তদন্তের জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই।’
অভিযোগ অস্বীকার করে এ কে এম মাজাহারুল আনোয়ার ফেরদৌস এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। এই ধরনের অভিযোগের কোনো প্রমাণ নেই। ভবিষ্যতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালালে আমি মানহানির মামলা করার মতো আইনি ব্যবস্থা নেব।’