রাজধানীতে বিএনপি-জামায়াতের ১৬ কর্মী আটক
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে বিএনপি-জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নতুন করে ডাকা হরতালের সময় নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিএনপির ছয় ও জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
গত শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ জোটের পক্ষে নতুন করে ৭২ ঘণ্টার হরতালের ডাক দেন।