ঘাটাইলে বাসে পেট্রলবোমা, আহত ২
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের দুই যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি বাস চর পাকুটিয়ায় পৌঁছালে দুজন মোটরসাইকেল আরোহী বাসের গতিরোধ করে। পরে তারা বাসের ভেতর পেট্রলবোমা ছুড়ে মারে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।