নাটোরে ট্রাকচাপায় নিহত ২
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার আইড়মারি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
urgentPhoto
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামের রাজু (২২) ও বড়াইগ্রাম উপজেলার রাজাপুর গ্রামের রবিউল (৩০)। তাঁরা ট্রাকশ্রমিক।
বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী জানান, ভোরের দিকে একটি ট্রাক বিকল হয়ে পড়লে রাজু ও রবিউল সেটি মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে অন্য একটি ট্রাক মেরামতরত ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।