মেহেরপুরে ডাকাত সন্দেহে গণপিটুনি, অস্ত্র উদ্ধার
মেহেরপুর সদর উপজেলার ‘ডাকাতির প্রস্তুতিকালে’ রায়হান হোসেন (৩৫) নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
গতকাল শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার শ্যামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আটক রায়হান সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দাবি করেন, সদর উপজেলার শ্যামপুর ও উত্তর শালিকা মাঠের ভেতর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরে শ্যামপুর গ্রামবাসী চারদিক দিয়ে মাঠটি ঘিরে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রায়হানকে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে রায়হানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি বোমা ও দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ।
ওসি আরো দাবি করেন, রায়হান এলাকার চিহ্নিত ডাকাত। তার নামে জেলার তিন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতির তিনটি মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।