হরতাল বাড়ল শুক্রবার সকাল পর্যন্ত
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল আরো ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। এর পাশাপাশি অবরোধ কর্মসূচিও বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন।
‘দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মীকে গুলি করে হত্যা, নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেপ্তারের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, বিচারব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদে, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে’ এ হরতালের ডাক দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন সালাহ উদ্দিন আহমেদ।
বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব গতকাল নৌমন্ত্রীর নেতৃত্বে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচির কঠোর সমালোচনা করেন। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘খালেদা জিয়াকে অপমানিত ও আক্রান্ত করা যদি অবিলম্বে বন্ধ করা না হয়, তাহলে বিএনপির সারাদেশের নেতা-কর্মীরা কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় থাকবে না। তখন সারাদেশের আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিরাপত্তা বিধানের ক্ষমতাও আপনার পেটোয়া পুলিশ বাহিনীর থাকবে না। অতএব, আগুন নিয়ে খেলা বন্ধ করুন।’
বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অবাধে হত্যার লাইসেন্স প্রদান করেও গণতন্ত্রকামী মানুষের ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী এখন দেশনেত্রী খালেদা জিয়াকে বিভিন্ন কায়দায় হত্যার ষড়যন্ত্র করছেন।’
সারাদেশের মতো আওয়ামী ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজেদের সমাবেশে নিজেরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে তার দায় বিএনপি ও ২০-দলীয় জোটের ওপর চাপানোর অপচেষ্টা করা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন সালাহ উদ্দিন আহমেদ।