বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফুলতারা গ্রামে পানিতে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে দেলদুয়ারের পাইকপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে দোলন আক্তার (১৬) ও একই গ্রামের বুদ্দু মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (১৪)। তারা সম্পর্কে চাচাতো বোন। তাদের পরিবার ঢাকায় বসবাস করে।
এলাকাবাসী জানায়, দোলন আক্তার এসএসসি পরীক্ষার্থী ও স্মৃতি ঢাকার একটি স্কুল থেকে এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষে ফুলতারা গ্রামে ফুপা হাবিব মিয়ার বাড়িতে বেড়াতে যায় তারা। আজ বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে তারা গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা দোলনের ফুপাতো বোন সুরভি আক্তার তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। বাড়ির লোকদের ডাকাডাকি করলে স্থানীয় লোকজন গিয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।