দুটি তক্ষক উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
মংলা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) ও সুন্দরবন সংলগ্ন লাউডোব এলাকা থেকে দুটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া তক্ষক দুটি সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার এ টি এম রেজাউল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে মংলা ইপিজেড ও খুলনার দাকোপ উপজেলার বন সংলগ্ন লাউডোব এলাকায় অভিযান চালান কোস্টগার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীরা ইপিজেড ও লাউডোব এলাকা থেকে দুটি তক্ষক উদ্ধার করে। তবে অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানি চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা। উদ্ধার হওয়া তক্ষক দুটি আজ দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনে অবমুক্ত করা হয়েছে।
এ সময় কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার এ টি এম রেজাউল হাসান, অপারেশন অফিসার এ এম রাহাতুজ্জামান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার ও করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাত চন্দ্র রায়সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।