নেতার মেয়ের অশ্লীল ছবি প্রচার, যুব ও ছাত্রলীগের চারজন আটক
বান্দরবানে আওয়ামী লীগের এক নেতার স্কুলপড়ুয়া মেয়ের অশ্লীল ছবি মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের বহিষ্কৃত চার নেতাকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে বান্দরবান সদর থানার পুলিশ তাঁদের আটক করে।
এর আগে মেয়ের অশ্লীল ছবি মুঠোফোনে ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বান্দরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান বাবুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন আওয়ামী লীগের ওই নেতা।
পুলিশ জানিয়েছে, ওই মামলার পরিপ্রেক্ষিতে তারা বাবুর বন্ধু বাপ্পী মল্লিক, আবু তৈয়ব, ইমন সাহা ও এন এ জাকিরকে আটক করে। তাঁরা যুবলীগ ও ছাত্রলীগের বহিষ্কৃত নেতা এবং সম্প্রতি জেলা ছাত্রলীগের সম্মেলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ফেসবুকে মেয়ের অশ্লীল ছবি প্রকাশের অভিযোগে বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান বাবুর বিরুদ্ধে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন জেলা আওয়ামী লীগের এক নেতা। ওই মামলার সূত্র ধরে ফেসবুক অনুসরণ করে চারজনকে আটক করা হয়েছে। আটক হওয়া যুবকদের মুঠোফোন থেকে ওই কিশোরীসহ আরো কয়েকজন মেয়ের অশ্লীল ছবি জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে আটক যুবকদের অবিলম্বে শাস্তি দাবি করেছেন মামলার বাদী আওয়ামী লীগের ওই নেতা।