চুয়াডাঙ্গা শহরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে এ লুটপাট চালায়।
চুয়াডাঙ্গা শহরের বড় বাজার মুক্তিযোদ্ধা মার্কেটের আজমিরি ট্রেডার্সের মালিক ব্যবসায়ী আবদুর রাজ্জাক জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে শয়নকক্ষে হঠাৎ শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর পরই অস্ত্রধারী তিনজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দেখিয়ে তাঁকে এবং তাঁর স্ত্রীকে জিম্মি করে ফেলে। এরপর জোর করে চাবি নিয়ে আলমারি, ওয়্যারড্রব খুলে ও ভেঙে এক লাখ ২০ হাজার টাকা এবং ২৩ ভরি সোনার গয়না নিয়ে যায়। গয়নাগুলো তাঁর স্ত্রী ও দুই মেয়ের।
ওই ঘটনায় আজ মঙ্গলবার বেলা ১১টায় আবদুর রাজ্জাক বাদী হয়ে সদর থানায় দস্যুতা আইনে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের আসামি করে থানায় একটি মামলা করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের ধরতে অভিযান চলছে।