দিনাজপুরে পাচারের সময় শিশু উদ্ধার
দিনাজপুরের সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার হাকিমপুর উপজেলার রায়ভাগ সীমান্ত দিয়ে পাচারের সময় ওই শিশুকে উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্বপন মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি রংপুর সদরের হনুমানতলায়। আর উদ্ধার হওয়া শিশুর নাম সাগর (৯)। সে নাটোর সদরের নিচাবাজার এলাকার ইনতাজ আলীর ছেলে।
বাসুদেবপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সিরাজুল ইসলাম জানান, গতকাল রাতে এক শিশুকে ভারতে পাচার করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে বিজিবির হাবিলদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা রায়ভাগ সীমান্তে গিয়ে সাগরকে উদ্ধার করেন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
এ বিষয়ে বিজিবির হাবিলদার দেলোয়ার হোসেন বাদী হয়ে রাতেই হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নম্বর ১২) করেন।
আজ বুধবার দুপুরে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, আটক ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে হোটেলে কাজ দেওয়ার কথা বলে ভারতে পাচার করার কথা স্বীকার করেছেন। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।