বুড়িচংয়ে নির্মাণশ্রমিক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচং উপজেলার ঘোষনগর এলাকায় নির্মাণশ্রমিক শের আলী হত্যা মামলার প্রধান আসামি মো. সুজন মিয়াকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন জানান, সম্প্রতি মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সুজন সিলেটে অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। ওই তথ্যের ভিত্তিতে তিনি পুলিশ সদস্য নিয়ে গত সোমবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, কুমিল্লার মনিপুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে শের আলী ময়নামতির ঘোষনগর গ্রামে ভাড়া থাকতেন। গত ২৩ জুন তাঁকে হত্যা করা হয়। পরে নিহতের বড় ভাই বাবুল মিয়া ওই দিন রাতে ঘোষনগর গ্রামের মো. সুজন মিয়াসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো পাঁচ-ছয়জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা করেন।
গ্রেপ্তার সুজন মিয়া কুমিল্লার ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের আওতাধীন একটি আমের বাগান ইজারা নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ওই বাগানের আম বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে দুজনের মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।