নেত্রকোনায় দুই ‘রাজাকার’ গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার সুনাইকান্দা গ্রামের আহম্মদ আলী (৮০) ও বাড়হা গণকপাড়া গ্রামের আবদুর রহমান (৭৮)।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় এ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এ জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
তাদের পূর্বধলা থানায় রাখা হয়েছে। দুজনকে ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ দুজনের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে বাড়হা গ্রামের আবদুল খালেক, চিকিৎসক হেম চন্দ্র বাগচীসহ সাতজনকে অপহরণ ও হত্যা ছাড়াও বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে।
বাড়হা গ্রামের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আবদুল কাদির জানান, ১৯৭১ সালের ২১ আগস্ট দুপুর ১টার দিকে রাজাকার আবদুল খালেকসহ আরো ১০-১২ জন রাজাকার ও আলবদর আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের বাড়ি আসেন। দুর্বৃত্তরা তাঁর ভাই কৃষক আবদুল খালেককে বাড়ি থেকে অপহরণ করে হত্যার পর কংস নদীতে লাশ ভাসিয়ে দেন। এ সময় রাজাকাররা বাড়ি লুটপাট করার পর অগুন দিয়ে পুড়িয়ে দেন।
২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার কাছে চারজনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের লিখিত অভিযোগ করেন আবদুল কাদির।