ক্ষেত থেকে প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার
কুমিল্লার চান্দিনার উপজেলার ক্ষেত থেকে এক প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।
নিহত গুলশান আরা (২০) এই এলাকার মো. শরিফ মিয়ার মেয়ে।
দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নোমান এনটিভি অনলাইনকে জানান, ‘দুপুরে আমরা লাশের খবর পাই। থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী এনটিভি অনলাইনকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।