কুষ্টিয়া বিএনপির সভাপতিসহ আট নেতাকর্মী কারাগারে
কুষ্টিয়ায় নাশকতার মামলায় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ আট নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালতের দেওয়া চার সপ্তাহ জামিনের মেয়াদ শেষে আজ বুধবার দুপুরে সৈয়দ মেহেদী আহমেদ রুমী ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করা গাড়ি পোড়ানোর মামলায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
আদালতের বিচারক শফিউর রহমান শুনানি শেষে মেহেদী আহমেদের জামিন নামঞ্জুরের আদেশ দেন। অপরদিকে জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আল আমিন কানাই, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবদুল মঈদ বাবুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন চৌধুরী মিলন ও ছাত্রদল নেতাসহ সাতজন কুষ্টিয়া সদর আমলি আদালত ১-এ হাজির হয়ে জামিন আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদুর রহমান জামিন নামঞ্জুরের আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে ১০ জন আইনজীবী উপস্থিত ছিলেন। আদালতের কার্যক্রম শেষে কিছু সময় পর বিএনপি নেতাদের কুষ্টিয়া কারাগারে নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
গত ২৭ জানুয়ারি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গায় ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের হওয়া মামলায় জেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫৭ নেতা-কর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
৫ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলে শহরের বড় বাজারে সংঘর্ষের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরে একটি মামলা করে মডেল থানা পুলিশ। আজ কারাগারে পাঠানো আসামিরা সবাই উচ্চ আদালতের দেওয়া চার সপ্তাহের জামিনে ছিলেন।