সুপেয় পানির স্তর নেমে যাচ্ছে : সমবায়মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দিন দিন সুপেয় পানির স্তর নেমে যাচ্ছে। যেখানে সুপেয় পানির স্তর তিন মিটার ছিল তা কোনো কোনো জায়গায় ১০ মিটারে নেমে গেছে।
আজ বুধবার দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ড. আবু মইয়ুদ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, ভবিষ্যতে সুপেয় পানির অভাব এবং প্রাকৃতিক দুর্যোগ রোধে পল্লী উন্নয়ন একাডেমিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আরো বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই অবস্থান ধরে রাখতে পল্লী উন্নয়ন একাডেমিগুলোর কার্যক্রম আরো বাড়াতে হবে।
বার্ডের পরিচালক সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে সভায় বিশ্ব ব্যাংকের উপদেষ্টা ও সাবেক সচিব রশিদ ফারুকী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করেন।