মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষে সংঘর্ষ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের বিজয় সমাবেশে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের ১০ জন নেতাকর্মী আহত হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মঠবাড়িয়ার হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
এর আগে বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক এ কে এম আজিম ও সাজ্জাদ সাকিব বাদশা, মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিউল হক মিঠু।
অনুষ্ঠান চলাকালে সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নিরাপদ স্থানে ছুটতে গিয়ে অনেকে পদদলিত হয়। এ সময় ১০ জন নেতাকর্মী আহত হয়। আহত আটজন প্রাথমিক চিকিৎসা নিলেও বাকি দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের সমর্থক বলে জানা গেছে।
এদিকে ওই সংঘর্ষে সমাবেশ ১৫ মিনিটের জন্য বন্ধ থাকে। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে পুনরায় সমাবেশ শুরু হয়।