‘বিদ্যুতের আলোয় বাংলাদেশ আজ আলোকিত’
রাস্তাঘাট উন্নয়নসহ বিদ্যুতের আলোয় আজ বাংলাদেশ আলোকিত হয়ে উঠছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি শোককে শক্তিতে পরিণত করে স্বাধীনতাবিরোধীদের স্বাধীন বাংলাদেশ থেকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার দিনাজপুর সদর উপজেলায় দুটি পৃথক সমাবেশে হুইপ এ আহ্বান জানান।
হুইপ আজ সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের ঠাকুরাইন হাট উচ্চ বিদ্যালয়ের ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন এবং একই ইউনিয়নে বরাইপুর মোল্লাপাড়ায় ৮৮টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
হুইপ ইকবালুর রহিম বলেন, প্রতি বছরের আগস্ট মাস হলো স্বাধীনতাবিরোধীদের বিদায়ী তরবারি। এই মাসেই স্বাধীনতাবিরোধীরা নতুন ষড়যন্ত্র করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিল। তাই এ মাস হলো তাদের জন্য আতঙ্কের মাস। আর জাতির জন্য শোকের মাস।
সমাবেশে সমাজসেবক মো. লুৎফর সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ।
এর আগে হুইপ ইকবালুর রহিম দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ তলার সম্প্রসারণকাজের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।