কুমিল্লায় অটোরিকশা থামিয়ে লুটপাট
কুমিল্লার মুরাদনগরে ছয়টি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীদের টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে মুরাদনগর-বাখরাবাদ সড়কের শুশুণ্ডায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জসিম উদ্দিন জানান, গতকাল রাতে দেশীয় অস্ত্রসহ সাত-আটজনের একটি দল রাস্তার পাশে একই সময় ছয়টি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীদের জিম্মি করে তাঁদের নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। এ সময় যাত্রীরা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে ডাকাতরা লুণ্ঠিত মালামালসহ পালিয়ে যায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ভুক্তভোগী এক যাত্রী গতকাল রাত ১০টার দিকে থানায় গিয়ে অভিযোগ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুরাদনগর-বাখরাবাদ সড়কের শুশুণ্ডা গ্রামের পশ্চিম পাশের জায়গাটিতে প্রায়ই ডাকাতি হয় বলে জানান ওসি।